News Link: https://dailylalsobujbd.com/news/2Dz
শিবচর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গনসংযোগ পক্ষের দাওয়াতী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার (১০মে ২০২৫) সকাল ১০ টার দিকে শিবচর পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও শিবচর উপজেলার এমপি প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন মৃধার নেতৃত্বে গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ বেলায়েত হোসেন খান, পৌর সেক্রেটারি জেনারেল প্রফেসর ইমদাদুল হক মিলন, থানা কর্মপরিষদের সদস্য যথাক্রমে তৌফিকুর রহমান, মোহাম্মদ কাওসার হোসেন,শিবচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মুজাহিদ তালুকদার, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, শিবচর বাজার ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি তেলাওয়াত হোসেন সুজন, সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর হোসেন, সাবেক আমির প্রফেসর আবদুল আজিজ খান, সেক্রেটারি জেনারেল মাওলানা নুরুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাইনুল ইসলাম সিদ্দিকী, সেক্রেটারি জেনারেল আবুল হোসেন মুন্সি নাজমুলসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মাওলানা সরোয়ার হোসাইন মৃধার নেতৃত্বে শিবচর পৌর এলাকার ব্যবসায়ী, পথচারী, রিকশা-ভ্যান চালক ও জনসাধারণের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতি উপকরণ বিতরণ করেন স্থানীয় নেতৃবৃন্দ। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা বিনির্মাণের জামায়াত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আল্লাহ'র জমিনে আল্লাহ'র দীন প্রতিষ্ঠা করা তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সমাজ থেকে যাবতীয় অপকর্ম দূর করতে ইসলামী সমাজ বিনির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে নেতৃবৃন্দ ইসলামের পক্ষে সমর্থন চেয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানান।