News Link: https://dailylalsobujbd.com/news/2BG
মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ১নং ওয়ার্ডের হাতির বাগান নামক স্থানে পাঁচ তলা বাড়ির ২য় তলার একটি ফ্ল্যাটে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
সোমবার ০৫মে দুপুর আনুমানিক ১ টার দিকে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ সংলগ্ন একটি ফ্লাটে প্রিন্স মাদবর (৪২) নামের জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। প্রিন্স মাদবর শিবচর পৌরসভার ১২নং ওয়ার্ডের মৃত হাজী চান মিয়া মাদবরের ছেলে।সে জাতীয় নাগরিক কমিটির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং পাশাপাশি সে শিবচর বাজারে কাপড়ের ব্যবসা করত।
পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা যায়। প্রিন্স ব্যবসায়িকভাবে দেনায় জর্জরিত ছিলো।শুধু টেনশন করতো কিভাবে দেনা পরিশোধ করবো। সে মারাত্মক হতাশায় ভুগছিল।
মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা বলেন প্রিন্স মাদবর শিবচর উপজেলা নাগরিক কমিটির সদস্য।
এ ব্যাপারে খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ রতন শেখ তাঁর টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েযান। তিনি বলেন,লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে লাশের হত্যা রহস্য জানা যাবে। এরপরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।