News Link: http://dailylalsobujbd.com/news/3aD
চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল ছলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এখন টেলিভিশনের দুই সাংবাদিক। রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে হামলার এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন, চট্টগ্রাম টেলিভিশন রিপোটার্স নেটওয়ার্কের আহবায়ক ও এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ এবং টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের ক্যামেরাপার্সন মোহাম্মদ পারভেজ রহমান। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত মোহাম্মদ পারভেজ রহমান জানান, শনিবারে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহে রোববার সকালে জঙ্গল ছলিমপুরে গেলে কয়েকটি সিএনজি চালিত টেক্সিতে এসে দুর্বৃত্তরা অতর্কিত ভাবে তাদের উপর হামলা চালায় ও বেধরক মারধর করে। এতে এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদের মাথা ফেটে যায়। আহত হন ক্যামেরাপার্সন পারভেজ রহমান। হামলাকারীরা ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ, সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু।