ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ৪.২৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ৪.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1063 জন

  • নিউজটি দেখেছেনঃ 1063 জন
শিবচরে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
৥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি।


মাদারীপুরের শিবচরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৫ অক্টোবর) শিবচর উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম.ইবনে মিজান এর সভাপতিত্বে এবং  উপজেলা একাডেমিক সুপার ভাইজার আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। 


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য রাখেন  বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শিবচর উপজেলা শাখার সভাপতি আতাহার হোসেন। তিনি বলেন,বিগত সরকারের আমলে এত সুন্দর আয়োজন কখনো করা হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত সুন্দর আয়োজন করার জন্য উপজেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।শিক্ষাই জাতির মেরুদণ্ড,শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। শিক্ষকরা যাতে সামাজিক মর্যাদা পায়,আর্থিকভাবে যাতে তারা স্বাবলম্বী থাকে,তাহলে ভালো শিক্ষা দেয়া সম্ভব। 


বিভিন্ন বক্তারা বলেন,শিক্ষক জাতি গড়ার কারিগর। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)একজন শিক্ষক ছিলেন। তিনি বলতেন আমি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষকদের সম্মান সাহাবীদের পরেই।  শিক্ষার মান উন্নয়ন করা দরকার।শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের মান উন্নয়ন করতে হবে। শিক্ষকদের বাংলা,অংক,ইংরেজি,আরবি ভালোভাবে শিখতে হবে এবং ছাত্র-ছাত্রীদের তা ভালোভাবে শিখাতে হবে।


বক্তারা আরো বলেন, বাংলা-ইংরেজির পাশাপাশি আরবি শিক্ষার গুরুত্ব দিতে হবে।আমাদের ছেলেমেয়েদের পারিবারিক শিষ্টাচার শিক্ষা দিতে হবে। সমাজ বিবর্জিত, সমাজ বহির্ভূত কোন কাজ করা যাবেনা। ছাত্র-ছাত্রীদের নৈতিকতা শিক্ষা দিতে হবে। পিতা-মাতা সন্তানদের জন্মদান করেন এবং তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষক। তোমরা জ্ঞান অর্জন করো এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দাও।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ দত্ত, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে হাবীবা উর্মি, সৈয়দাতুন্নেছা রুপাসহ শিবচর উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ,ভোকেশনাল  ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ৪.২৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ৪.২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ